শিশুর অনাকাংক্ষিত আচরন এবং আমাদের করনীয়
সেলিম সাহেব ইদানীং তার ছোট ছেলে সিয়ামকে নিয়ে খুব টেনশনে আছেন। সিয়ামের বয়স এই জুলাইয়ে ৭ বছর হবে৷ ইদানীং ভীষন জেদ করে সিয়াম। জেদগুলো তার বিভিন্ন শখ পূরন নিয়ে৷ যেমন গত দুই মাস আগে সে একটা সাইকেলের বায়না করেছিল। সেলিম সাহেব সেটি যথাসময়ে কিনে দিতে না পারায় ওনার ব্যবহৃত মোবাইল ফোনটি আছাড় দিয়ে ভাংগে সিয়াম, …
শিশুর অনাকাংক্ষিত আচরন এবং আমাদের করনীয় পড়তে থাকুন »