আমি মাহাবুবা রহমান। পেশায় ডাক্তার। ছোটবেলায় কখনোই চিন্তা ছিলনা ডাক্তার হবার। আবার ডাক্তার হলেও চিন্তা ছিলনা সাইকিয়াট্রিস্ট হবার। যেমন চিন্তা ছিলনা কখনো লেখালেখি বা ব্লগিং এর। জীবনের গুরুত্বপূর্ণ সকল সিদ্ধান্তই নেয়া হয়েছে পূর্ব নির্ধারিত চিন্তার বাইরে। সেসব সিদ্ধান্ত নিয়ে আক্ষেপগুলোও ছিল সাময়িক। কোনকিছু নিয়ে বেশিক্ষন হতাশ থাকতে পারিনা। আশেপাশে কেউ হতাশ থাকুক সেটাও চাইনা। মূলত, এই চিন্তা নিয়েই মানসিক স্বাস্থ্য বিষয়ক লেখালেখির শুরু। কতদূর আগাতে পারব জানিনা তবে সাইকিয়াট্রি আমার হৃদয়, আর চাইল্ড সাইকিয়াট্রি আমার ভালবাসা। ভালবাসার এই জায়গা নিয়ে ইচ্ছা আছে ভবিষ্যতে অনেকদূর আগানোর। সেই পর্যন্ত লেখালেখি চলছে, চলবে..